বিএনপি নেতা ভিপি সাইফুলের মা খালেদা খানম জ্যোৎস্নার ইন্তেকাল : দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৭ পিএম, ২৭ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৩:৪৮ এএম, ১৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের মাতা খালেদা খানম জ্যোৎস্না বার্ধক্যজনিত কারনে বগুড়া শহরের সুত্রাপুরস্থ নিজ বাসভবনে শুক্রবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্রসন্তান ও দুই কন্যা সন্তান নাতী, নাতনীসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার বড়পুত্র সন্তান রায়হান আলী কয়েক বছর আগে ইন্তেকাল করেন।
আজ শুক্রবার বাদ আসর শহরের সুত্রাপুরস্থ মসজিদুল আকসায় জানাজার নামাজ শেষে নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুমার জানাযার নামাজে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, সাবেক আহবায়ক অ্যাড. একেএম সাইফুল ইসলাম, জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, মাহবুবর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, নুরুল হুদা তিলক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, বিএনপি নেতা তৌহিদুল আলম মামুন, শেরপুর পৌর মেয়র জানে আলম খোকা, বিএনপি নেতা আব্দুল মুহিত তালুকদার, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, গাবতলী পৌর মেয়র সাইফুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ার, দেলোয়ার হোসেন পশারী হিরু, মেহেদী হাসান হিমু, তৌহিদুল ইসলাম বিটু, রুস্তম ও রাজু হোসেন পাইকার, সরকার বাদল, মিজানুর রহমান মিজান, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, আবুল বাশার, ফার্মার রফিকুল ইসলাম, মাহমুদ শরিফ মিঠু, রাফিউল ইসলাম রুবেল, অ্যাড. মতি মন্ডল, উজ্জ্বল হোসেন, সৈয়দ আব্দুল গফুর দারা, আলাউদ্দিন, বেলাল হোসেন নান্নু, ফারুকুল ইসলাম ফারুক, জেলা ফল ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আনাম তুষারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।