তারেক রহমান প্রদত্ত সাবেক এমপি সিরাজ-এর উদ্যোগে বগুড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৯ পিএম, ৩০ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৯:৫৩ এএম, ১৬ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক এমপি গোলাম মোঃ সিরাজ-এর উদ্যোগে বগুড়ায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
আজ সোমবার সকালে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে শহর বিএনপির সভাপতি অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি গোলাম মোঃ সিরাজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খাইরুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, মাহবুবুর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, আসিফ রব্বানী সানভী, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শহর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোরশেদ মিটন, সোলায়মান আলী, কৃষক দল বগুড়া জেলা শাখার সদস্য সচিব ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক সুমন প্রমুখ।