

ছাত্রদল নেতা দিপ্তীর মুক্তির দাবিতে মহানগর ছাত্রদলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৪ পিএম, ১৩ ফেব্রুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ১০:৫২ এএম, ২৭ মে,শনিবার,২০২৩

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদলের বিপ্লবী সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি'র নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সন্ধ্যা সাতটায় নয়াবাজার বিশ্বরোড থেকে মিছিল শুরু হয়ে বড়পোল গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তুহিন বলেন, গণবিরোধী ফ্যাসিস্ট সরকার পতন আতংকে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, গ্রেফতার ও হামলা করছে। দিপ্তী ভাই একজন আদর্শ, দক্ষ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। অবিলম্বে দিপ্তী ভাইয়ের মুক্তি চাই।
তিনি আরো বলেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। জুলুমবাজ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার বিপ্লব জেগে উঠেছে।আগামীতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সরকার পতন আন্দোলনে রাজপথে জীবন উৎসর্গ করতে ছাত্রদল প্রস্তুত।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে আরিফুর রহমান, সাব্বির আহমেদ, খন্দকার রাজিবুল হক বাপ্পি, নুর নবী মহররম, সদস্য মাহমুদুল হাসান রাজু, আব্বাস উদ্দিন সহ বিভিন্ন থানা কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।