তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জেডআরএফের সহায়তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৫ পিএম, ১৭ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৩:০৫ এএম, ৯ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বহু হতাহত এবং ব্যাপক মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
আজ শুক্রবার ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাসে গিয়ে শীতবস্ত্র হিসেবে কয়েক শ কম্বল হস্তান্তর করেন জেডআরএফের কর্মকর্তারা।
এ সময় জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমান ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এক চিঠিতে ভূমিকম্পে নিহতদের জন্য শোক প্রকাশ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমবেদনা জানান।
জেডআরএফের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. সৈয়দা তাজনীন ওয়ারেস সিমকী, অধ্যাপক ড. আবদুল করিম, প্রকৌশলী মাহবুব আলম এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা। তুরস্কের দূতাবাসের এক কর্মকর্তা এসব ত্রাণসামগ্রী গ্রহণ করেন।