দাবি না মানলে রাজপথেই ফয়সালা : খন্দকার মোশাররফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৫ পিএম, ১৭ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৬:০২ এএম, ১৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২৪
নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। দাবি মানা না হলে আন্দোলনের মাধ্যমে রাজপথেই ফয়সালা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
‘চাল, ডাল, তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা’ দাবিতে আজ শুক্রবার রাজধানীর উত্তরায় বিএনপির পদযাত্রা-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
‘শেখ হাসিনার অধীনে এদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি এবং ভবিষ্যতেও হবে না’ বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘বিএনপি কর্মসূচি দিলেই আওয়ামী লীগ শান্তির নামে পালটা কর্মসূচি দিয়ে উসকে দেয়ার ষড়যন্ত্র করে। যারা ভোট ডাকাত তারা কখনো সুষ্ঠু নির্বাচন দিবে না।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে পদযাত্রায় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সাইফুল আলম নীরব, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কামরুজ্জামান রতন, মোস্তাফিজুর রহমান বাবুল, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপি নেতা তাবিথ আউয়াল, বাহাউদ্দীন সাদী, যুবদলের মামুন হাসান, এসএম জাহাঙ্গীর, সফিকুল ইসলাম মিল্টন, এম কফিল উদ্দিন, মহিলা দলের সুলতানা আহমেদ, তাঁতী দলের আবুল কালাম আজাদ, জাসাসের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শরীফুল ইসলাম স্বপনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। সভা শেষে পদযাত্রা শুরু হয়ে ১১নং সেক্টর জমজম টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।