

ফের গ্রেফতার বিএনপি নেতা সপু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৯ পিএম, ১৭ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৩:৫৯ এএম, ২৮ মে,রবিবার,২০২৩

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে ফের গ্রেফতার করেছে রমনা থানাপুলিশ।
আজ শুক্রবার বিকেল ৪টার পর তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি জানান, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু জামিন পেয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে তাকে ফের গ্রেফতার করা হয়।
এর আগে ৮ ফেব্রুয়ারি দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে ধানমন্ডির শংকরস্থ বাসা থেকে সরফত আলী সপুকে গ্রেফতার করে হাজারীবাগ থানাপুলিশ।