আ'লীগ এখন মলম পার্টিতে পরিনত হয়েছে : আলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৯ পিএম, ১৮ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৪:৫১ পিএম, ৯ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
বিএনপি‘র যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন আওয়ামী লীগ ও তাদের সহোযোগী সংগঠন গুলো এখন মলম পার্টিতে পরিনত হয়েছে। তারা এখন দিনরাত আওয়ামী লীগের ক্ষত সারাতে মলম নিয়ে ব্যস্ত থাকে। কিন্ত কোন মলমে আর কাজ হবেনা। মানুষ জেগে উঠেছে। তাদের আর দমানো যাবেনা। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগন ঘরে ফিরবেনা। ১০ দফা আদায় করতে দেশের সকল মানুষ আজ ঐক্য বদ্ধ। ইনশাআলআল্লাহ খুব শিঘ্রেই এই জালেম খুনি সরকারের পতন হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে।
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) রংপুরে বিভাগীয় পদযাত্রা শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহানগর বিএনপি‘র আহ্বায়ক সামুজ্জামান সামুর সভাপতিত্বে নগরীর শাপলা চত্বরের অস্থায়ী মঞ্চে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,দিনাজপুর পৌর সভার মেয়র জাহাঙ্গীর আলম।
গতকাল রংপুরে পুলিশ ও আওয়ামীলীগের বাধাঁ উপেক্ষা করে মহানগর বিএনপি‘র পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপি‘র আহ্বায়ক সামসুজ্জামান সামুর নেতৃত্বে নগরীর সাত মাথা থেকে এবং মহানগর বিএনপি‘র সদস্য সচিব এডভোকেট মাহাফুজ উন নবী ডনের নেতৃত্বে মেডিকেল মোড় থেকে পদযাত্রা শুর হয়ে নগরীর শাপলা চত্বরে সমাবেশে মিলিত হয়। তবে পুলিশ মঞ্চ বানাতে না দেয়ায় মহানগর বিএনপি‘র পক্ষ থেকে তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।