তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেওয়ার প্রতিবাদে বগুড়ায় আজিজুল হক কলেজ ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩১ পিএম, ৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৫:২৭ পিএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ছাত্রদল বগুড়া আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হরেয়ছে।
আজ রবিবার বগুড়া আজিজুল হক কলেজ ছাত্রদল শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়
শহরের নবাববাড়ীস্থ জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। ছাত্রদল নেতা সন্ধান সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাগিব ইয়াসির মানিক, যুগ্ম সম্পাদক সাজু আহমেদ রবি, উজ্জল সরকার, আতিকুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, শাকিল, জয়, সেলিম, অর্ক, জিম্মান, সাওন, এণিয়াস, তৌফিক, ষ্মরনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।