গণতন্ত্র দিবসের কর্মসূচি
১৪ ও ১৫ তারিখ রাজধানীতে সমাবেশ করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৫ পিএম, ১২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৪:৪৮ পিএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী ১৪ সেপ্টেম্বর (শনিবার) শহীদ মিনার এবং ১৫ সেপ্টেম্বর (রবিবার) নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি।
আজ (বৃহস্পতিবার) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমাদের স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত হয়েছে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য এই দিনটিকে গুরুত্ব সহকারে পালন করার। এ কারণে আমরা দু’দিনের কর্মসূচি দিয়েছি। ১৪ সেপ্টেম্বর শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে গত ১৫ বছরে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যারা শহীদ ও নির্যাতিত হয়েছেন, তাদের স্বজনেরা উপস্থিত থাকবেন। সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আর ১৫ তারিখ নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।’
এসময় আওয়ালীগের আমলে তাদের কয়েক হাজার নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘নেতাকর্মীদের নামে প্রায় ৬০ লাখ মামলা হয়েছে। আমাদের নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে প্রায় ছয় বছর কারারুদ্ধ করে রেখেছে। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে তিনি মুক্ত হয়েছেন।’