ছাত্ররাজনীতি নিয়ে তৃণমূলের প্রত্যাশা জানতে শিক্ষার্থীদের কাছে ছাত্রদল সম্পাদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৩ পিএম, ২৯ সেপ্টেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ১২:০০ পিএম, ৪ ডিসেম্বর,
বুধবার,২০২৪
নতুন বাংলাদেশে কেমন ছাত্ররাজনীতি দেখতে চায়, তা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাছে ব্যক্ত করেছেন দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছাত্ররাজনীতি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা জানতে তৃণমূলের শিক্ষার্থীদের কাছে ছুটে যায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলার রাজাপুর সরকারি কলেজে এবং ঝালকাঠি সরকারি কলেজে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূলের শিক্ষার্থীদের প্রত্যাশা জানতে এ উদ্যোগ নেয় ছাত্রদল।
নিজ দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা জানতে তিনদিন আগে ১০ দিনের সফরে বরিশাল বিভাগে গিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির।
সংলাপকালে শিক্ষার্থীরা আগামীর ছাত্ররাজনীতি নিয়ে বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বন্ধ চান না তারা। তবে সুস্থ ধারার ছাত্ররাজনীতি, শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি পক্ষে মতামত দেন।
ছাত্রদল কেন্দ্রীয় সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কাছে ভয়হীন নিরাপদ ক্যাম্পাস, জোর করে কেউ রাজনৈতিক দলের প্রোগ্রামে নিয়ে যাওয়ার অপসংস্কৃতি থেকে মুক্তির কথা জানিয়েছেন।
এ ছাড়াও বিগত বছরে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, হলের সিট দখল, ইভটিজিংয়ের মতো ঘটনার আর ক্যাম্পাসে দেখতে চান না বলেনও জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আশ্বস্ত করে নাছির উদ্দীন নাছির বলেন, ছাত্রদলের কেউ যদি ভবিষ্যতে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শুধু ‘তথাকথিত’ বহিষ্কার নয়, প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রদল সম্পাদক সাধারণ শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের উদ্দেশ্যে বলেন, আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের প্রত্যাশাকে বাস্তবায়নে কাজ করবে ছাত্রদল। তিনি সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের ভালো কাজে পাশে থাকা ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে আহ্বান জানান।
সর্বশেষ সবার কাছে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রত্যাশা করেন।
দিনকাল/এসএস