গণঅভ্যুত্থানে দুচোখ হারানো ছাত্রদল নেতার খোঁজ খবর নিলেন বিন্দু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৮ পিএম, ১৬ অক্টোবর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৭:০০ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে দু'টি চোখ হারিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন।
আহত মিরাজের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে ও সহানুভূতি জানিয়ে তার পাশে দাড়িঁয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু।
এসময় আরও উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক খন্দকার সোলাইমান কবির আরিফ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত সিদ্দিকী, প্রচার সম্পাদক সিদ্দিকী জুনায়েদ আবুবকর, সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রাইম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রনি,বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজিজুর রহমান আকাশ প্রমুখ।