বিএনপির রাষ্ট্র গঠনের ৩১ দফা নিয়ে
খুলনা বিভাগীয় বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে কেন্দীয় ছাত্রদলের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৯ এএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৬:৩০ পিএম, ৭ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির রাষ্ট্র গঠনের ৩১ দফা বাস্তবায়নে খুলনা বিভাগীয় বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
গতকাল বুধবার (৬ অক্টোবর) খুলনার সুনামধন্য প্রতিষ্ঠান খুলনা মেডিক্যাল কলেজ, প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( কুয়েট), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং খুলনা নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করে ছাত্রদলের কেন্দীয় নেতাকর্মীরা।
সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের মুল বিষয় ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া আগামীর বাংলাদেশ বিনির্মানের রূপরেখা ৩১ দফাকে সামনে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং ভবিষ্যত ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন করা। ভয়হীন নিরাপদ ক্যাম্পাসে সবার সমান স্বাধীনতা এবং সবার অংশগ্রহণের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ উপহার দেওয়া।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ টিমের টিম লিডার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার এবং যুগ্মসাধারন সম্পাদক শাহাদাত হোসেন ও সোহেল রানা।