জিয়ার সমাধিতে হার্ট অ্যাটাকে স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৬ পিএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০২:৪৫ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের নেতা কামরুজ্জামান জাপানের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামরুজ্জামান জাপান স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
নয়াপল্টনে কামরুজ্জামান জাপানের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে বিকেল সোয়া ৩টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তার লাশ গ্রামের বাড়ি মাগুরায় নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।
দিনকাল/এমএইচআর