দ্রুত রোড ম্যাপ দিয়ে নির্বাচনের দিকনির্দেশনা দেন : আব্দুল আওয়াল মিন্টু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৫ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ১০:৫১ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, ৫ আগস্টে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। সামনের পথ সহজ নয়, চূড়ান্ত বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় আব্দুল আওয়াল মিন্টু অর্ন্তবর্তী সরকারকে ইঙ্গিত করে আরও বলেন, দ্রুত ‘একটি রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকনির্দেশনা দেন।’
বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আসছি একটি জিনিসের জন্য সেটি হলো মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এবং দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। অনেকেই মনে করতে পারেন এবং বলেন, এক বা দেড় মাসের আন্দোলনে সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমি মনে করি এটা তাদের একটা ভুয়া চিন্তাধারা। কোন স্বৈরাচারী সরকারের এক দেড় মাসের আন্দোলনে পতন ঘটতে পারে না। আব্দুল আওয়াল মিন্টু বলেন, বিএনপি ১৬ বছর ধরে মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করেছে। আর এ আন্দোলনকে থামাতে সরকার এক লক্ষ বাষট্টি হাজার মামলা দিয়েছিল নেতাকর্মীর নামে। এই সব মামলায় আসামি করা হয় ৬২ লাখ নেতাকর্মীকে। এর বেশির ভাগই ছিল বিএনপির নেতাকর্মী।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জাতীয়তাবাদী ওলামা দলের ফরিদপুর বিভাগীয় কর্মীসভায় তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ জহিরুল হক শাহাজাদা মিয়া বলেন এ জালিম সরকার ৫ তারিখে পতন হলেও এখনো তাদের নানা সড়যন্ত্র অব্যাহত রয়েছে। প্রথম পর্যায়ে বিজয় হলেও আমাদের চূড়ান্ত বিজয় সামনে। আমরা যে বিগত ১৭ বছরের ভোটার অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন-সংগ্রাম করেছি। ভোটার অধিকার প্রয়োগের মাধ্যমে একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় আমাদের চুড়ান্ত বিজয় হবে।
শাহজাদা মিয়া ওলামা দলের উদ্দেশ্যে আরো বলেন আমাদের চুড়ান্ত লক্ষ্যে পৌছাতে হলে আমাদের তারুণ্যের প্রতিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা মতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কাজী মো: সেলিম রেজার সভাপতিত্বে এই কর্মীসভায় বক্তব্য দেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো: সেলিমুজ্জামান সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল,খন্দকার ফজলুল হক টুলুসহ যুব উলামা দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোহ্ম্মাদ লোকমান হোসেন ও মাওলানা সিরাজুল ইসলাম।
এসময় রাজবাড়ী, শরিয়তপুর, মাদারিপুর, গোপালগঞ্জ এর নেতাকর্মীরা উপস্থিত ছিল।
দিনকাল/এসএস