শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযোদ্বের খেতাব বাতিল প্রতিবাদে জামালপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১১ এএম, ১২ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:০০ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযোদ্বের খেতাব বাতিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে সাজা দেয়ার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার শহরের স্টেশন রোডে জেলা বিএনপি অফিসে বিকেলে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, শহর বিএনপির সদস্য সচিব শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম
বক্তারা বলেন, স্বাধীনতার অপর নাম শহীদ জিয়াউর রহমান। এই জিয়াউর রহমানের মুক্তিযোদ্বের খেতাব এ সরকার দেয়নি। এই পদক স্বাধীনতার পর বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে দিয়েছে। তারা আরো বলেছেন, সরকারের নির্দেশেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নেতা-কর্মীদের বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে। তাই অবিলম্বে এই রায় বাতিলের দাবি জানান।