নিজ জেলা মাদকমুক্ত রাখতে
বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫১ পিএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৭:২৮ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাগেরহাট জেলাকে মাদকমুক্ত রাখতে বাগেরহাট জেলা ছাত্রদল ও সরকারী প্রফুল্ল চন্দ্র কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ। মাদককে না বলুন স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় পি,সি কলেজের মোড়, শহীদ মিনারসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা আল ইমরান, রাফি রহমান, শেখ আকিব আহসান, রোহিত হালদার, সোহানুর রহমান মোল্লা, সুব্রত মজুমদার, শীলন হাওলাদার, ফয়সাল হোসেন, স্বপ্নীল শিকদার, তাওহীদ আবেদী প্রমুখ।
জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাট জেলা ও সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজকে মাদকমুক্ত রাখতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাগেরহাট জেলা ছাত্রদল ও প্রফুল্ল চন্দ্র কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, পিসি কলেজ সহ বাগেরহাটকে মাদকমুক্ত রাখতে জেলা ছাত্রদল প্রতিশ্রুতিবদ্ধ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে বাগেরহাট জেলা ছাত্রদল প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, পিসি কলেজের মাটিতে মাদক সহ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের আর কোনো ঠাই হবে না। দেশনায়ক তারেক রহমানের সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে ও কলেজে ছাত্রদের সাথে কাজ করতে বলেছেন। তারই ধারাবাহিকতায় পিসি কলেজ ছাত্রদল কাজ করে যাচ্ছে।
আল ইমরান বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আর কোনো রাজনীতি করতে পারবে না। তাদের যেখানে দেখা হবে সেখানে প্রতিহত করা হবে।
পিসি কলেজ ছাত্রদল নেতা মাহিন হাসনাইন সার্জার সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ এর মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।