রাতে লেবানন থেকে ফিরবেন আরো ৯৫ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০১ পিএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০১:৫২ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
লেবাননে যুদ্ধ পরিস্থিতির কারণে মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে দেশে ফিরবেন আরো ৯৫ জন বাংলাদেশি নাগরিক।
বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, রাতে বৈরুত থেকে দুবাই হয়ে নবম দফায় দেশে ফিরবেন ৯৫ বাংলাদেশি নাগরিক। তারা মঙ্গলবার সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা করেছেন। আজ রাত ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এ নিয়ে লেবানন থেকে ৫২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আর লেবানন থেকে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি।
দিনকাল/এমএইচআর