জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে ফরিদপুরে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৪ এএম, ১৮ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:৪৭ পিএম, ১৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ফরিদপুরে মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষক দল।
আজ বুধবার বেলা ১টার দিকে শহরের পুরাতন বাস ষ্ট্যান্ড এলাকায় কৃষক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বাস ষ্ট্যান্ড এলাকায় প্রদক্ষিন শেষে মমিন ম্যানশনের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক মৎস্যজীবী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন, জলা কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহীন হক, সহ- সাধারন সম্পাদক সাহিদুর রহমান সাহিদ। মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, দপ্তর সম্পাদক জাহিদুজ্জামান জাহিদ, অর্থ বিষয়ক সম্পাদক রাহাতুল ইসলাম রিংকু, আরজু মোল্লা , নিতাই রায়, মজনু, লেলিন, আনোয়ারুল হক প্রমুখ।