বগুড়ায় পৌর নির্বাচনে ধানের শীষের গনসংযোগ সরকার নির্বাচনী ব্যাবস্থাকে তামাশায় পরিনত করেছে-স্বাধীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ এএম, ২৪ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০১:৪১ পিএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা এম আর ইসলাম স্বাধীন বলেছেন, দেশে আজ গণতন্ত্র নেই। গনতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি চলমান নির্বাচনে অংশ নিচ্ছে। কিন্ত সরকারী দল নির্বাচন কমিশন আর প্রশাসন নির্বাচনী ব্যাবস্থাকে তামাশার বিষয়ে পরিনত করেছে। আগামী ২৮ তারিখে তিনি বগুড়াবাসীকে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ, উঠ পাখি আর টেলিফোন মার্কায় ভোট দিতে পৌরবাসীকে অনুরোধে করেন।
আজ মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশার মার্কা ধানের শীষ, ২০ নম¦র ওয়ার্ডে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী রুস্তম আলীর মার্কা উঠপাখি এবং নারী কাউন্সিলর প্রার্থী রুনুর টেলিফোন মার্কায় ভোট চেয়ে গণসংযোগ কালে বক্তব্য রাখেন।
তিনি বলেন, রাজপথে আমাদের মিছিল করার অধিকার নেই। শহীদবেদীতে ফুল দেওয়ার অধিকার নেই। গেলেই মামলা হামলার শিকার হতে হয়। দ্রুত তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা, পরোয়ানা প্রত্যাহার করে তাকে দেশে এসে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দিতে হবে। পাশাপাশি মিথ্যা মামলায় সাজা দেওয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আটকে না রেখে তাকে স্থায়ী জামিন দেওয়ারও দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, গাবতলী পৌরসভার নবনির্বাচিত মেয়র সাইফুল ইসলাম, শাজহাপুর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার, গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বী ফিরোজ, শ্রমিকদল নেতা আব্দুর রহিম পিন্টু, পৌর বিএনপির আব্দুল হক, বগুড়া জেলা যুবদল নেতা এ জামান প্রবাল, গাবতলী বিএনপির শ্যামল সরকার, তরিকুল ইসলাম, আব্দুল গনি, শফিকুল ইসলাম, যুবদলের শাহীন স্বেচ্ছাসেবকদল নেতা সনি, সাব্বির প্রমুখ।