

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৭ এএম, ২৪ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:৩২ পিএম, ২৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২৩

দেশে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সঠিক তালিকা প্রণয়নের দাবি জানিয়েছে বিএনপি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এ মহান মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আযোজিত এক মত বিনিময় সভায় এ দাবি জানানো হয়।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে ফরিদপুরের আইনজীবী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
ওই মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে দেশের আপামর মুক্তিকামী মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই মহান মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। আমাদের দ্বায়িত্ব জাতির সামনে আমাদেরকে সঠিক ইতিহাস তুলে ধরা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সঠিক তালিকা প্রণয়ন করতে হবে। ইতিহাসকে বিকৃত করা যাবে না।
এ মতবিনিময় সভায় শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও ফরিদপুরের বিএনপির নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিসুর রহমান তালুকদার, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব সেলিমুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোদাররেস আলী ইছা ,মাদারীপুরের বিএনপি নেতা হুমায়ন কবির ও মো. আবুল হোসেন, শরীয়তপুরের তাহমিনা আওরঙ্গ ও সৈয়দ আলী আহসান, রাজবাড়ির মো. লিয়াকত আলী ও মো. হারুনুর রশীদ, গোপালগঞ্জের রাফিকুল আলম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন, যাচাই বাছাইয়ের নামে মুক্তিযোদ্ধাদের হয়রানী করা হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় পালিয়ে যাওয়া বিতর্কিত নেতাদের ইতিহাস সকলকে জানানো।