খুলনায় বিএনপির সমাবেশের এখনও অনুমতি মেলেনি বাড়ি বাড়ি পুলিশের তল্লাশি : গ্রেফতার ২৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৯ এএম, ২৬ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:৩৩ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
আগামীকাল শনিবার খুলনায় কেন্দ্রীয় ঘোষিত বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে চলছে পুলিশের গণগ্রেফতার। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সমাবেশের অনুমতি মেলেনি।
আজ বৃহস্পতিবার সমাবেশ সফল করতে সর্বশেষ পরিস্থিতি নিয়ে দলীয় কার্যালয়ে প্রেসব্রিফিং করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, সমাবেশ প্রস্তুতি এবং প্রশাসনের নিকচ ২টি আবেদন করার সময় হঠাৎ করে গত বুধবার রাতে নগরীর ৭টি থানায় পুলিশ হানা দিয়েছে। কোনো কোনো নেতা-কর্মীদের বাড়িতে একাধিকবার অভিযান চালিয়েছে। কোনো মামলা ছাড়াই ২৪ জন বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। তিনি বলেন, অসুস্থ ও বয়স্ক বিএনপি নেতা সাবেক ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে। ভিন্ন ভিন্ন থানা থেকে গ্রেফতারের পর তাদেরকে খুলনা সদর থানার গারদে রাখা হয়েছে। যেখানে পচা, দুর্গন্ধে নেতা-কর্মীরা অসুস্থ হয়ে পড়েছে। যা রীতিমতো মানবাধিকার লঙ্ঘন। কেননা রাজনৈতিক নেতা-কর্মীরা চোর-ডাকাত নয় যে তাদেরকে হেনস্তা করতে হবে।
তিনি বলেন, আমরা প্রথমে শহীদ হাদিস পার্কে সমাবেশ করার জন্য আবেদন করেছিলাম। কিন্তু সেখানে না দিয়ে অন্য কোনো স্থানের নাম দিয়ে পুনরায় আবেদন করতে বলা হয়। আমরা গত ২৩ ফেব্রুয়ারি পুনরায় শহীদ মহারাজ চত্বর, সোনালী ব্যাংক চত্বর ও শিববাড়ি মোড়ের জন্য আবেদন করি। কিন্তু এখনও অনুমতি মেলেনি। তার পর পুলিশ ঝাঁপিয়ে পড়ল আমাদের উপর।
তিনি বলেন, বিএনপি যে কোনো মূল্যে রাজপথের কর্মসূচি পালন করবে।
প্রেসব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, সাবেক সিটি মেয়র ও মহানগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা জাফর উল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মীর কায়সেদ আলী, মনিরুজ্জামান মন্টু, স ম আব্দুর রহমান, শেখ আব্দুর রশিদ, সাইফুর রহমান মিন্টু, আসাদুজ্জামান মুরাদ, সিরাজুল হক নান্নু, মোল্লা খায়রুল ইসলাম, মেহেদী হাসান দিপু, সৈয়দা রেহনা ঈসা, শেখ সাদী, শাহজালাল বাবলু, শাহিনুল ইসলাম পাখী, বিপ্লবুর রহমান কুদ্দুস, শামছুজ্জামান চঞ্চল প্রমুখ।
বিএনপি নেতা বকুলের নিন্দা
খুলনায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদ করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল। তিনি গণগ্রেফতারের তীব্র নিন্দা জ্ঞাপন ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বকুল বলেন, খুলনায় বিএনপির ঐতিহাসিক মহাসমাবেশকে বানচালের উদ্দেশ্যে এবং বর্তমান অবৈধ সরকারের অশুভ পাঁয়তারা বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ বিনা কারণে খুলনায় বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করছে। ইতিমধ্যে খুলনা সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ জাহিদুল ইসলাম, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, মহানগর যুবদলের সদস্য মাসুম খান, দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী লাবু, খানজাহান আলী থানা যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া সহ খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। তিনি বিনা কারণে এই ন্যক্কারজনক গ্রেফতার কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন। বকুল আরো বলেন, সরকার পুলিশ প্রশাসন ব্যবহার করে গণগ্রেফতারের মাধ্যমে খুলনায় বিএনপির মহাসমাবেশকে বানচালের অশুভ পাঁয়তারা করছে। কিন্তু তারা জানে না, কোন প্রকার হামলা-মামলা, জুলুম, নির্যাতন আর গ্রেফতারের মাধ্যমে বিএনপির এই কর্মসূচিকে বন্ধ করা যাবে না।