স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৪ পিএম, ১ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০২:০৩ পিএম, ১৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২৪
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন। আজ সোমবার বিকেল ৩টায় গুলশানে হোটেল লেকশোরে এ উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। সভাপতিত্ব করবেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আরো উপস্থিত থাকবেন দেশবরেণ্য মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।