কুড়িগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৩ পিএম, ২৪ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:০৬ পিএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫ জন নেতা কর্মীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিবাদে কুড়িগ্রামে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সভা করেছে ছাত্রদলের নেতা কর্মীরা।
আজ বুধবার সকালে আমিনপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে কুড়িগ্রাম সদর উপজেলা,পৌর শাখা ছাত্রদল,সরকারী কলেজ ও মজিদা কলেজ শাখা ছাত্রদল এ বিক্ষোভ মিছিল ও সভা করে।
পরে সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান,যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাওন,যুগ্মসম্পাদক আবু সাইদ শিথিল সহ কুড়িগ্রাম সদর উপজেলা,পৌর শাখা ছাত্রদল,সরকারী কলেজ ও মজিদা কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, মামলাবাজরা যতই মামলা করবে, আন্দোলন ততই জোড়দার হবে। সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান তারা।