সোনারগাঁওয়ে বিএনপির নেতা মন্নানের সুস্থতার জন্য বাদ জুমা দোয়ার প্রার্থনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৩ পিএম, ২৬ মার্চ,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:২৩ এএম, ৪ অক্টোবর,শুক্রবার,২০২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী বাজার মার্কাস মসজিদসহ বিভিন্ন মসজিদে আজ শুক্রবার জুমার নামাজের খুতবা পাঠের আগে আজহারুল ইসলাম মন্নানের সুস্থতার জন্য দোয়ার প্রার্থনা করেছেন তার কর্মী ও সমর্থকরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহীকমিটির সদস্য,সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক কর্মীবান্ধব নেতা আজহারুল ইসলাম মন্নানের সুস্থতা কামনায় এই বিশেষ প্রার্থনার আয়োজন করেন।
উল্লেখ যে, গত কয়েকদিন আগে আজারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত সহকারি সেলিম হোসেন দিপু জানান, আজহারুল মান্নানের গলা ব্যাথা ঠান্ডা ও জ্বরে ভোগছিলেন পরে একটি বেসরকারী হাসপাতালে নমুনা পরীক্ষা করালে তার রিপোর্টে পজেটিভ আসে। তবে বড় ধরনের কোন সমস্যার সৃষ্টি হয়নি। তিনি সুস্থ আছেন। বাড়িতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছেন।
আজহারুল ইসলাম মান্নারের রোগমুক্তির জন্য সোনারগাঁওবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার।