ধামরাইয়ে যুবলীগ নেতা সহ ৬ ব্যাক্তির নামে আদালতে চাঁদাবাজী মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৭ পিএম, ২৮ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৯:৪৪ পিএম, ৭ সেপ্টেম্বর,শনিবার,২০২৪
ঢাকার ধামরাইয়ে এক যুবলীগ নেতা সহ ৬ ব্যাক্তির নামে আদালতে চাঁদাবাজী মামলা দায়ের হয়েছে ।
জানাগেছে, ধামরাই উপজেলার শোলধন গ্রামের সানোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলতাফ হোসেন (সামাদ) সহ ৬ ব্যাক্তির নামে গত ১৬ মার্চ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে শোলধন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মোশারফ হোসেন বাদী হয়ে আদালতে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন। ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৩৫৪/৩৮৫/৪২৭/৫০৬/১০৯ দ: বি:। যার সি আর মামলা নং-১৫২/২১। এ দিকে বাদী আদালতে মামলা করায় আসামী যুবলীগ নেতা আলতাফ হোসেন (সামাদ) সহ ৬ আসামী বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে চাঁপ সৃষ্টি করছে ও প্রান নাশের হুমকি দেওয়ায় বাদী মোশারফ হোসেন নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য গত ১৮ মার্চ ধামরাই থানায় একটি সাধারন ডায়রি করেন। যার ডায়রি নং-৭৬৬। অত্র চাঁদাবাজী মামলাটি(ডিবি) পুলিশের কাছে তদন্তাধীন রয়েছে।