কেশবপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৯ এএম, ৫ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০৬:১৮ পিএম, ২ অক্টোবর,
বুধবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যশোরের কেশবপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর থানা ও পৌর বিএনপি এবং থানা ও পৌর যুবদলের আয়োজনে পৃথক স্থানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ রবিবার জোহর নামাজ শেষে কেশবপুর থানা ও পৌর বিএনপি উদ্যোগে কেশবপুর শাহী মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, পৌর বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম শহীদসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে আসরের নামাজ শেষে কেশবপুর থানা ও পৌর যুবদলের উদ্যোগে কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা আলমগীর ছিদ্দিক, মেহেদী হাসান শিপন, মেহেদী হাসান বিশ্বাস প্রমূখসহ থানা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।