সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মসজিদে মসজিদে দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৪ পিএম, ১২ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০৬:১৪ পিএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সোমবার সিরাজগঞ্জে বাদ যহর মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ শেষে করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ তার পরিবারের সদস্য ও বিএনপির বিভিন্ন পর্যায়ের যেসকল নেতা-কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের রোগমুক্তি ও সুস্থ্যতার জন্য এবং মহামারী করোনাভাইরাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য মহান আল্লাহপাকের দরবারে দোয়া করা হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু জানান, গত রবিবার বিকালে মাতৃসমা আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া সাথে সাথেই সিরাজগঞ্জের সয়াধানগড়া জামে মসজিদ, বিএল স্কুল জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে তার রোগ মুক্তির জন্য দোয়া করা হয় এবং সোমবার বাদ যোহর পাঁচরাস্তা জামে মসজিদে,ধানবান্ধি, মালসাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আমলাপাড়া পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদ সহ বিভিন্ন উপজেলা ও জেলা সদরের বিভিন্ন মসজিদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকল দোয়া মাহফিলে স্ব স্ব এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশ নেন।