![Logo](https://dainikdinkal.net/frontend-assests/img/logo.png)
![Logo](https://dainikdinkal.net/frontend-assests/img/logo.png)
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে বিএনপির দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৪ এএম, ১৩ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:১০ পিএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫
![Text](/assets/images/1618236260.jpg)
করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির কেন্দীয় নেতৃবৃন্দের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে শহরের বিভিন্ন মসজিদ ও কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল করেছে বিএনপিসহ সকল অংগসংগঠনের নেতাকর্মীরা।
আজ সোমবার বাদ যোহর সকাল বাজার জামে মসজিদে শহর বিএনপি, বাগেরহাট বটতলা মসজিদে জেলা ছাত্রদল, স্টেশন বাজার মসজিদে জেলা শ্রমিক দল, পুরাতন পৌরসভা গেইট মসজিদে জেলা যুবদল, ফুলবাড়ীয়া কদম তলা মসজিদে জেলা স্বেচ্ছাসেবক দল, বানিয়া বাজার জামে মসজিদে জেলা মৎস্যজীবী দল, সরদার পাড়া কলেজ রোড মসজিদে জেলা জাসাস, বিসিক শিল্পনগরী জামে মসজিদে জেলা কৃষকদল, ও লাঙ্গলজোড়া মধ্য পাড়া জামে মসজিদে জেলা তাতীদল দোয়া মাহফিলের আয়োজন করে
বিকেলে শহরের হুমায়ুরা কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি লিয়াকত আলী, শফিউর রহমান শফি, শহীদুল হক খান দুলাল, রিজভী আল জামালী রনজু, সাজ্জাদ হোসেন পল্টন, আহসানুজ্জামান রুমেল, লোকমান আহমেদ লোটন, গোলাম রব্বানী, গাউসুল আজম শাহীন, স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম খান সজিব, জেলা শ্রমিকদল নেতা শেখ মো. আব্দুস সোবহান, জেলা যুবদল নেতা মো. রফিকুল ইসলাম রফিক, হাসান সরোয়ার মঞ্জু, জেলা ছাত্রদল নেতা সোহেল রানা খান, মঞ্জুরুল করিম সুমনসহ বিএনপির সকল অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
![জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ঢাবির চারুকলায় আর্টক্যাম্প](/assets/images/1737305002.jpeg)
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ঢাবির চারুকলায় আর্টক্যাম্প
![সিরাজগঞ্জ পৌর ছাত্রদল নেতা রায়হানের উদ্যোগে কম্বল বিতরণ](/assets/images/1737302047.jpg)
সিরাজগঞ্জ পৌর ছাত্রদল নেতা রায়হানের উদ্যোগে কম্বল বিতরণ
![কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র দিলেন তারেক রহমান](/assets/images/1737299070.jpg)
কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র দিলেন তারেক রহমান
![অন্য কেউ সরকার গঠন করলে, আপনি ভালো থাকতে পারবেন? নেতাকর্মীদের প্রশ্ন তারেক রহমানের](/assets/images/1737298608.jpg)