ফরিদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০১ পিএম, ১৩ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:১১ এএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪
ফরিদপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ মঙ্গলবার বাদ আসর শহর বিএনপির উদ্যোগে স্থানীয় ময়েজ মঞ্জিলে এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
এসময় শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজোয়ান, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক একে কিবরিয়া স্বপন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জেলা উলামা দলের সভাপতি হাফেজ মওলানা কবির আহমেদ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের উদ্যোগে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের কোনা গ্রামস্থ মহিলা রোড জামে মসজিদে একই উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলাতেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।