বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তজুমদ্দিনে স্বেচ্ছাসেবকদলের মিলাদ ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১০ এএম, ১৪ এপ্রিল,
বুধবার,২০২১ | আপডেট: ০৭:২৫ পিএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার তজুমদ্দিনে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ করা হয়েছে।
আজ মঙ্গলবার আছর বাদ তজুমদ্দিন ফায়ার সার্ভিস সংলগ্ন জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাও. মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল সভাপতি নাছির উদ্দিন ভূট্টো, যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পাং, উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি (ভারপ্রাপ্ত) ও ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মহসিন মহাজন, ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সম্পাদক মোঃ সামছুদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা হেলাল উদ্দিন লিটন, কামাল মোল্লা, নান্নু মিয়া, বাচ্চু কাজি, মিজান পিটার, তজুমদ্দিন সরকারী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল নোমান, মিরাজ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।