বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মানিকগঞ্জ জিয়া পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৩ এএম, ১৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:২৭ পিএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা জিয়া পরিষদ আয়োজিত বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জেলা জিয়া পরিষদের আহবায়ক ইন্জিনিয়ার জাকির হোসেন। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা নুরতাজ আলম বাহার, জেলা বারের নির্বাচিত সাধারন সম্পাদক এডভোকেট লিটন, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শরীফ ফেরদৌস ও জেলা জিয়া পরিষদের সদস্য সচিব এডভোকেট সোহরাব।
এছাড়াও জেলা যুবদল নেতা সাজ্জাদুল হাসান শামীম, জিয়া পরিষদের ডা: জিয়া, ফরিদ মাস্টার, এডভোকেট আলমগীর, এডভোকেট রিন্টু সহ বিপুল সংখ্যক পেশাজীবি এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। সবশেষে দেশনেত্রীর জন্যে দোয়া পরিচালনা করেন সাইদুল ইসলাম।