জামালপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৬ পিএম, ১৭ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৫:১৭ এএম, ১ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে জামালপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল করেছে জেলা ওলামা দলের নেতাকর্মীরা।
আজ শনিবার বাদ আছর শহরের স্টেশন রোডে জেলা বিএনপি অফিসে কুরআন খতম ও দোয়া মাহফিল করেছে জেলা ওলামা দল।
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা ওলামা দল নেতা গোলাম রব্বানী, আব্দুল মোতালেব, নাসির উদ্দিন, এনামুল হক, জাকির হোসেন,আব্দুর রহিম, মোকলেসুর রহমান, আব্দুল হালিম, রমজান আলী, সাইফুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, শওকত আলীসহ বিএনপির নেতাকর্মীরা।