স্বেচ্ছাসেবক দলনেতা মারুফের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার দিলেন শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৮ এএম, ৪ মে,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:৪৯ পিএম, ১৩ জানুয়ারী,সোমবার,২০২৫
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার যাকে ইচ্ছা তাকে গুম, খুন ও হত্যা করছে। মাত্র দু’দিন আগেও পুলিশী হেফাজতে সালথার একজন নিরীহ ব্যক্তির মৃত্যু হয়েছে। আর কতো মানুষকে এভাবে বেঘোরে প্রাণ দিতে হবে আমরা জানি না। দেশবাসীর কাছেই এর বিচারের ভার ছেড়ে দিলাম।
আজ সোমবার দুপুরে নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় ওবায়দুর রহমান চত্বরে গুম, খুন ও নির্যাতিত পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার প্রদানকালে তিনি একথা বলেন। এসময় তিনি ২০১৩ সালে ২৮ অক্টোবর পুলিশের সাথে সংঘর্ষে নিহত নগরকান্দা পৌরসভার ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মারুফ হোসেনের বাবা শেখ রাবু ও মা সালেহা বেগমের হাতে ঈদ উপহার তুলে দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ ও নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবুল তালুকদার, উপজেলা কৃষকদের সভাপতি রফিকুল ইসলাম জাজরিজ, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, পৌর যুবদলের সভাপতি হেলালুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
শামা ওবায়েদ গত মাসে সংগঠিত সালথার সংঘর্ষের পর দায়েরকৃত একাধিক মামলার কারণে প্রায় ৬০টি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে উল্লেখ করে বলেন, তাদের ক্ষেতখামারী বিরান হয়ে যাচ্ছে। এমনকি ঘরের বাজারটিও নারীদের করতে হচ্ছে। তিনি এলাকার নিরীহ গ্রামবাসীকে মিথ্যা মামলায় আটক ও রিমান্ডে নিয়ে নির্যাতনেরও তীব্র প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন। তিনি বলেন, যদি মিথ্যা মামলাতেই গ্রেফতার হতে হবে তাহলে আমরা কেনো ঘরেই বসে থাকবো? প্রয়োজনে রাজপথে নেমেই গ্রেফতার হবো।