কারাগারে মওলানা ইকবালের মৃত্যুতে মির্জা ফখরুলের উদ্বেগ ও শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৪ এএম, ২৩ মে,রবিবার,২০২১ | আপডেট: ০৮:১৪ এএম, ৯ অক্টোবর,
বুধবার,২০২৪
কারাগারে আটক থাকা অবস্থায় চিকিৎসাধীন খেলাফত মজলিসের নেতা মওলানা ইকবাল হোসেনের মৃত্যুতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ ও শোক করেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকারের আমলে কারাগারে থাকা অবস্থায় মৃত্যুর ঘটনা একের পর এক ঘটেই চলেছে। বিশেষ করে বিরোধী ভিন্ন মতের মানুষের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। এর দায় অবশ্যই সরকারকেই নিতে হবে। এ ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। এর আগেও বিএনপির প্রাক্তন সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু, লেখক মোস্তাক আহমেদসহ অসংখ্য ভিন্নমতাবলম্বী মানুষ কারাগারে আটক থাকা অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে। বিবৃতিতে তিনি বলেন, এ ধরণের ভয়ানক ঘটনা ঘটতে থাকলেও সরকারের তরফ থেকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য কোন তদন্ত বা সন্তোষজনক কোন বক্তব্য নেই।
বিবৃতিতে তিনি মওলানা ইকবাল হোসেনের মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।