২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট চলবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৭ এএম, ২৭ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:২৮ পিএম, ১৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
আসছে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী ও মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত করা হলেও চলতি বছরের অর্থাৎ ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলবে। তবে স্কুলগুলোকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা করতে হবে। আর শিক্ষার্থীরাও সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে।
আজ সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মাধ্যমিক শাখার পরিচালক মো. বেলাল হোসাইন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী ও মাধ্যমিক (ষষ্ঠ থেকে নবম শ্রেণি) শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছি। কিন্তু চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা দেয়ার কার্যক্রম পরিচালনা করতে সব স্কুলকে বলা হয়েছে। মো. বেলাল হোসাইন আরও বলেন, লকডাউন এলাকায় শিক্ষার্থীদের সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। সে নির্দেশনা বহাল থাকবে। শিক্ষার্থীদের কাছ থেকে সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট জমা নেবে স্কুলগুলো।
এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, ঈদ পরবর্তী ২৬ জুলাই থেকে এবারের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশের কথা থাকলেও তা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে হাতে পায়নি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। সংগ্রহ করে তা প্রকাশ করার চেষ্টা চলছে। তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রস্তুত রয়েছে। গেল বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় করোনায়। তার আগের দিন, অর্থাৎ ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর করোনা পরিস্থিতির ক্রম অবনতি হওয়ায় দফায় দফায় ছুটি বাড়ানো হয়। এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি বলবৎ থাকায় প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় ৪ কোটি শিক্ষার্থীর পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনেকে ঘাটতি নিয়ে ওপরের ক্লাসে উঠছে।