

নাঙ্গলকোটে বেতনের টাকা কমানোর দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫২ পিএম, ৩১ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:৫৬ পিএম, ২৭ নভেম্বর,সোমবার,২০২৩

কুমিল্লার নাঙ্গলকোটের হোমনাবাদ আদর্শ ড্রিগ্রি কলেজের এএচএসসি পরিক্ষার্থীরা মাসিক বেতনের টাকা কমানোর দাবীতে বিক্ষাভ ও প্রতিবাদ মিছিল করেছে।
আজ মঙ্গলবার কলেজের মূল ফটকে তালা দিয়ে কলেজ প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল করেন।
এসময় বিক্ষুব্দ শিক্ষার্থীরা বলেন, করোনাকালে অনেক কষ্টে পরিবারের লোকজন নিয়ে জীবন-যাপন করছি। কিন্তু আমাদের কলেজের মাসিক বেতন ও ফরম পূরণসহ ৭ থেকে ৮ হাজার টাকা ধার্য করা হয়েছে। যা কোন ভাবে এ টাকা দেয়া সম্ভব নয়। অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কলেজে রিতীমত আসে না। ওনি প্রায় সময় কমিটির কারো সাথে আলোচনা না করে একক সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের বিপাকে পেলেন। এ কলেজে আমরা ভর্তি হয়েছি বিভিন্ন সুযোগ সুবিধা পেতে। আমরা ম্যানিজিং কমিটির সভাপতির সাথে কথা বলেও কোন কাজ হয়নি। তাই আমরা ব্যার্থ হয়ে আন্দোলন করছি।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম বলেন, যদি কোন শিক্ষার্থী ফরম পূরণসহ ধার্যকৃত টাকা দিতে অক্ষম হয় তাহলে কমিটির সঙ্গে আলোচনা করে মওকুফ করা হবে। কিন্তু একটি চক্র শিক্ষার্থীদের সাথে জড়িত হয়ে কলেজ এর সুনাম নষ্ট করছে। যারা প্রতিবাদ করছে এ পর্যন্ত তাদের কোন অবিভাবক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেনি।