দিনকাল টিপ্পনী
সজীব আকবর, দিনকাল
প্রকাশ: ০৭:১২ পিএম, ৩১ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ১১:০৮ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
(খবর: ৬ মেডিকেল কলেজ থেকে বঙ্গবন্ধু, শেখ হাসিনাসহ ব্যক্তিদের নাম বাদ)
নাম নিয়ে খুব করতি বড়াই
বাপ-মা নিয়ে লড়তি লড়াই
এখন সবই ঠান্ডা,
মাথার উপর পরলো কী তোর
পাঁচমনি এক ডান্ডা !!
সব জায়গাতেই নাম ঝুলাতিস
দিল্লিতে খুব হাত বুলাতিস
এখন কেমন জব্দ,
মুখে কেনো কুলুপ আঁটিস
নেইকি কোনো শব্দ ?
দিন দুনিয়া ভুলে যেয়ে
ব্যাংকগুলো সব চুষে খেয়ে
এখন কেনো দূরে,
দূরে বসেই কান্না করিস
নাগিন বাঁশির সুরে।।
৩১/১০/২০২৪