ইসলামপুরে হালখাতার মাইকের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৬ পিএম, ৪ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:৫৩ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
জামালপুরের ইসলামপুরে মনোহারী হালখাতার মাইকের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৪ জুন) সকালে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, আজ সকালে ওই গ্রামের আ: রহিমের ছেলে রিপন এর মনোহারী দোকানে হালখাতা চলছিলো এসময় দোকানের পাশে হালখাতার মাইকটি আলিফ হাসান নামে এক মাদ্রাসা পুড়ুয়া ছাত্র বাশেঁর খুটি ঘোরাতে গিয়ে বিদ্যুতের তারে মাইক লাগলে মাইকের ম্যাগনেট ও বিদ্যুতের তার সংঘর্ষে মাইকের তার বিদ্যুৎ হয়ে গেলে আলিফ হাসান (১২) এর হাতে থাকা মাউথপিচ ও তার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায় সে।
এসময় আলিফ হাসানকে বাচাঁতে গিয়ে দোকান মালিক রিপন (৩৫) মাইকের বেটারী ও সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে দোকান মালিক রিপনও ঘটনাস্থলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।
এ ঘটনায় নিহত উভয় পরিবারের শোকের মাতম চলছে। নিহত শিশু আলিফ হাসান মোহাম্মদ মধ্যপাড়া আকন্দবাড়ীর শাহাজল আকন্দের ছেলে।