কিশোর গ্যাং ‘ডি কোম্পানি’র ১২ সদস্য অস্ত্রসহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৯ এএম, ৭ জুন,সোমবার,২০২১ | আপডেট: ১২:০৫ এএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫
গাজীপুরের টঙ্গী এলাকায় দুটি পরিবারের ওপর নৃশংস হামলার সঙ্গে জড়িত কিশোর গ্যাং ‘ডি কোম্পানি’র পৃষ্ঠপোষক বাপ্পী ওরফে লন্ডন বাপ্পি ও নীরব ওরফে ডন নীরবসহ ১২ সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
আজ রবিবার দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, গত শনিবার রাতে র্যাব ১-এর একটি আভিযানিক দল টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করে। এ বিষয়ে আজ বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো কথা র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের।