শ্রীপুরের নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক নজরুল ইসলাম মাহবুবের অবস্থা সঙ্কটাপন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩২ পিএম, ৭ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০৩:৫৮ এএম, ৩০ নভেম্বর,শনিবার,২০২৪
গাজীপুরের শ্রীপুর উপজেলার সিনিয়র সাংবাদিক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার শ্রীপুর উপজেলা সংবাদদাতা নজরুল ইসলাম মাহবুবের অবস্থা বর্তমানে খুবই শঙ্কটাপন্ন। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে গত বৃহস্পতিবার তাঁকে প্রথমে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। পরে পরীক্ষা নীরিক্ষা শেষে নিউরোলজিকাল সমস্যা জনিত চিকিৎসার জন্য রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন অতিবাহিত হলেও তাঁর জ্ঞান ফিরেনি।
গত রোববার পরিবারের পক্ষ থেকে তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীসহ সকলের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, নিজের ব্যবসা সংক্রান্ত বিষয়ে ইদানিং দুশ্চিন্তায় ভোগছিলেন নজরুল ইসলাম। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার বেশ আগে থেকেই তিনি স্মৃতি ভ্রমসহ অসংলগ্ন আচরণ করছিলেন। একপর্যায়ে শরীর ঘেমে হাত-পা অবশ হয়ে গেলে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে প্রথমে স্কয়ার হাসপাতালে ও পরে আশংকাজনক অবস্থায় ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। চার দিনেও জ্ঞান না ফেরায় নাক দিয়ে কৃত্রিম উপায়ে তাঁকে তরল খাবার দেয়া হচ্ছে। গাজীপুর, টঙ্গী, শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ ও কালিয়াকৈর প্রেসক্লাব সহ সাংবাদিক নেতৃবৃন্দ নজরুল ইসলাম মাহবুবের রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।