মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১২ জন সীমান্তে আতংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৩ এএম, ৮ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:৫২ এএম, ১৩ জানুয়ারী,সোমবার,২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১২জনকে আটক করেছে বিজিবি।
আজ সোমবার সকালে উপজেলার জুলুরী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ছাদ হতে এই ১২জনকে আটক করা হয়। এর মধ্যে ২জন পুরুষ, ৫ জন নারী ও ৫জন শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার জামরীলডাঙ্গা গ্রামে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধ ভাবে সীমান্ত পার হয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। খবর পেয়ে মাটিলা বিওপির সদস্যরা এই ১২জনকে আটক করে। এ ঘটনায় মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে।