ভৈরবে ছিনতাইকারির ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৩ এএম, ১০ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:০১ পিএম, ১৩ জানুয়ারী,সোমবার,২০২৫
ভৈরবে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় ছিনতাইকারিদের ছুরিকাঘাতে দিপু মিয়া (২৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত দিপু জেলার বাজিতপুর পৌর শহরের ৮নং ওয়ার্ডের দড়িকান্দি নিবাসী রঙ্গু মিয়ার ছেলে।
রঙ্গু মিয়া জানান, তাঁর ছেলে একজন মাছ ব্যবসায়ী। সে প্রতিদিন বাজিতপুর থেকে মাছ কিনে আশুগঞ্জে বিক্রি করে। প্রতিদিনের মতো আজ বুধবার সকালে মাছ নিয়ে আশুগঞ্জ আসে। দুপুরের দিকে খবর পান ভৈরবে তার ছেলেকে ছিনতাইকারি মেরে ফেলেছে।
মাছ ব্যবসায়ী সাকিব মিয়া জানান, আজ সকাল ১০টার আশুগঞ্জ মাছ বাজারে মাছ বিক্রি করে দিপু সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর উপর দিয়ে ভৈরবে আসছিল। পরে দুপুর ১২টার দিকে খবর পান তাকে ছিনতাইকারীরা হত্যা করেছে। এ খবর পেয়ে তিনি আশুগঞ্জ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন।
এলাকাবাসী জানান, আজ বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজার কিছু দূরে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল নোমান মিয়া তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল নোমান জানান, নিহত যুবকের বুকে একটি ছুরির আঘাত রয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তার শার্টের পকেটে ৫২ হাজার ১শত টাকা ও একটি মোবাইল পেয়েছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এলাকাবাসি জানান, সেতুর টোলপ্লাজা থেকে আনুমানিক ৫শত গজ দূরে লাশটি পড়েছিলো। লাশের ঠিক উপরে লাইটপোস্টে সিসিটিভি ক্যামেরা। পুলিশ ইচ্ছা করলে ফুটেজ চেক করে অপরাধিদের সনাক্ত করতে পারবে।
স্থানীয়দের অভিযোগ, একই স্থানে বার বার ছিনতাইকারীদের হাতে পথচারি নিহত হলেও পুলিশ তা বন্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। তারা জানান, গত কিছুদিন আগে একই এলাকায় ব্যবসায়ী ফারুক খান ও নিতাই সাহাকে হত্যা করে ছিনতাইকারীচক্র।