জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা - ড. মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৫ এএম, ১২ জুন,শনিবার,২০২১ | আপডেট: ০৯:৫৬ পিএম, ১৭ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফরিদপুর বিভাগীয় কমিটির প্রধান ড. আব্দুল মঈন খান বলেছেন, জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার হাত দিয়ে দেশের গণতন্ত্রের শুভ সূচনা হয়েছিল। আজ যারা দেশ চালাচ্ছেন তারা গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছে। একদিন এদেশের মানুষ তাদের ক্ষমতা থেকে টেনে-হিঁচঢ়ে রাস্তায় নামাবে। আর সেদিন বেশী দূরে নয় বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৩ টার সময় স্থানীয় আইনজীবি মিলানায়তনে ভার্চুয়াল এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতির সাথে ফরিদপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। সভায় ঢাকা হতে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহুরুল হক শাহজাদা মিয়া, কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, সাবেক সংসদ সদস্য ইয়াসমিন আরা হক। রাজবাড়ী থেকে অংশ নেন সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ খৈয়ম। ফরিদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তন হতে অংশ নেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদারেরস আলী ঈসা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া পিংকু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জ্লুফিকার হোসেন জুয়েল,যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হাফিজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, শহর বিএনপির সাবেক সহ-সভাপতি এমটি আক্তার টুটুল প্রমুখ। শহরের ময়েজমঞ্জিল হতে অংশ নেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চোধুরী নায়াব ইউসুফ, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক একে কিবরিয়া স্বপন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রঞ্জন, এ ছাড়া রাজবড়ি জেলা, উপজেলা ও শহর বিএনপি, ফরিদপুরের নগরকান্দা ও সদরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নেন।