ময়মনসিংহে ভার্চুয়াল আলোচনা সভায় উত্তর জেলা যুবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪০ পিএম, ১৪ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০৯:০৩ এএম, ৬ অক্টোবর,রবিবার,২০২৪
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী যুবদল।
আজ সোমবার বিকেলে ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকা থেকে এ ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নেয় ময়মনসিংহ উত্তর জেলা যুবদল।
এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শামছুল হক শামছু। এ সময় সংগঠনের সাধারন সম্পাদক রবিউল করিম বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবদলের বিভাগীয় সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক ও উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু।
সভায় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম, ওয়াইজুল হক বিপ্লব, মুরাদ হোসেন হলুদ, মোজাম্মেল হক নয়ন প্রমূখ।
একই সময়ে ময়মনসিংহ নগরীর জেলা বিএনপি কার্যালয় থেকে এ ভার্চুয়াল আলোচনা সভায় অংশ গ্রহন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল ও মহানগর যুবদলের নেতাকর্মীরা।
ভার্চুয়াল এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.মঈন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিশেষ বক্তা হিসেবে ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বারুদ, সহ-সভাপতি আব্দুল খালেক হাওলাদার। এ সময় সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান।