জয়পুরহাটের ইয়াবা সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরু গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৯ পিএম, ১৫ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:৪৯ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে শহরের বাটার মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা সহ স্বেচ্ছাসেবক লীগ নেতা ইয়াবা সম্রাট নূরুকে গ্রেপ্তার করেছে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ আমিরুল ইসলাম জানান আজ মঙ্গলবার ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন বাটার মোড় এলাকায় এক অভিযান চালিয়ে পৌর এলাকার আরামনগর (বিশ্বাস পাড়া) এলাকার মৃতঃ কিনু মন্ডলের ছেলে ইয়াবা সম্রাট মোঃ নূরু ইসলাম ওরফে (নুরু) কে ১ লক্ষ্য ২৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নুরু জয়পুরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি। তবে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত জানিয়েছে শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাসুম আহামদ ভূঁইয়া বলেন অবৈধ মাদকদ্রব্যের ব্যাপারে জেলা পুলিশ জিরো টলারেন্স'এ রয়েছে। মাদক ব্যবসায়ীরা যত বড় রাঘব বোয়াল কিংবা কোনো রাজনৈতিক নেতা হোক কেউ ছাড় পাবে না। পুলিশ সর্বশক্তি প্রয়োগ করেছে মাদকের বিরুদ্ধে। গ্রেফতার ও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। সমাজে শান্তি শৃঙ্খলার স্বাভাবিক রাখার জন্য পুলিশের সব তৎপর রয়েছে।