সুনামগঞ্জে জোড়া খুনের প্রধান আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৪ পিএম, ১৫ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:৫২ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
সুনামগঞ্জের জামালগঞ্জে জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি রাসেল বিপুলসহ দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন চালিয়ে ঘটনার একমাস ছয় দিন পর নারায়নগঞ্জ এলাকা থেকে র্যাবের সদস্যরা প্রধান আসামি রাসেলকে আটক করে।
আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় র্যাব কার্যালয়ে সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্ণেল সিঞ্চন আহমেদ বলেন, আসামীরা র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনার ঘটেছে বলে জানায় প্রধান আসামি রাসেল।
উল্লেখ্য গত ৯ মে রাতে জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে আলমগীর ও মোর্শেদা বেগম দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে আসামী রাসেল ও বিপুলসহ ৫ সহযোগি। এঘটনার পর থেকে তারা পলাতক ছিলো। এঘটনায় ১১ মে নিহতের ভাই বাদী হয়ে রাসেল তার ভাই বিপুলসহ ৬ জনকে আসামি করে জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার ৪ আসামি এখনো পলাতক রয়েছে।