ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমান নিম্নমানের ভারতীয় প্রসাধনী জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৬ পিএম, ২৮ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০৬:৪২ এএম, ১৮ জানুয়ারী,শনিবার,২০২৫
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে নিম্নমানের বিপুল পরিমান ভারতীয় প্রসাধন সামগ্রী জব্দ করেছে।
বিজিবি ও সীমান্তবাসী সুত্র জানায়, আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গোরকমন্ডল ক্যাম্পের হাবিলদার মেরাজুল ইসলামের নের্তৃত্বে একদল বিজিবি’র সদস্য ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ১ নম্বর সাব পিলারের পাশে বাংলাদেশের চরগোরকমন্ডল এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করে। বিজিবির ধাওয়ায় চোরাকারবারীরা একটি বাইকসাইকেল ও বিপুল পরিমান নিম্নমানের ভারতীয় প্রসাধনী সামগ্রী ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো জব্দ করে গোরকমন্ডল ক্যাম্পে নিয়ে আসে বিজিবি’র সদস্যরা।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এস এম তৌহিদুল-আলম জানান,বাইসাইকেল সহ জব্দকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রীর আনুমানিক মূল্য ২ লক্ষ ৭২ হাজার ৩৪০ টাকা।