করোনা মোকাবিলায় ড্যাবের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানে পুনরায় হটলাইন চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৪ এএম, ২৯ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:১৫ এএম, ১৬ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
বর্তমানে দেশে করোনার ভয়াবহ প্রাদুর্ভাবে মানুষ যখন ভীত-সন্ত্রস্ত ও চিকিৎসার সহযোগিতার জন্য সাহায্যের প্রয়োজন ঠিক তখনই ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর একদল সাহসী চিকিৎসকের সমন্বয়ে জরুরি স্বাস্থ্যসেবার উপদেশ দিতে আবারও আপনাদের পাশে দাঁড়িয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ এখন ভয়াবহ এবং আগের চেয়ে বেশি সংক্রামক তাই এ সময়ে ঘরে অবস্থানই হতে পারে একমাত্র প্রতিকার। অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়াই উত্তম, আপনার সচেতনতা ও সামাজিক দূরত্বই করোনাভাইরাস থেকে আপনার পরিবার ও দেশকে রক্ষা করতে পারে। ঘরে অবস্থানকালে করোনাভাইরাস সংক্রমনের উপসর্গ যেমন : হাঁচি, কাশি, সর্দি, জ্বর, শ্বাসকষ্ট অথবা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে তখন আতঙ্কিত না হয়ে প্রয়োজনে টেলিফোনে চিকিৎসকের পরামর্শ নিন। দেশের এই ক্রান্তিকালে, সারাদেশ যখন লকডাউন অবস্থায়, এ সময় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর চিকিৎসকগণ এখন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩ (তিনটি) গ্রুপে মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের জরুরি প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়ার জন্য প্রস্তুত আছেন।
যোগাযোগের জন্য ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর হটলাইন ফোন নম্বরসমূহ ও নির্ধারিত সময়সূচি :
সকাল ১০টা থেকে দুপুর ১টাÑ ০১৭০৪০০৪৬৮০, ০১৬১২২৩৮৮৫৫, ০১৩১৪৯৯১৯৩৭, ০১৭১৫১৬০৭১৪, ০১৭৩৫-৪৬৫০৫০, ০১৮৭১৫১৫৬৮৯, ০১৯১৫৪৫৪১০২।
দুপুর ১টা থেকে বিকাল ৪টাÑ ০১৭১৫০১৩৭১৪, ০১৯১১৯২৫৮৫৪, ০১৭১৭৯৫৩৯৯৮, ০১৭১৭৫৫৯৫৯৯, ০১৭১২০৩৫৬৮৩, ০১৭১১৮২১৫৮৪, ০১৭৩৩-৪২৯২০৭।
বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টাÑ ০১৯৭৯০৬৪৮৪২, ০১৭১৫০৬৪৫৭২, ০১৭১২০৭৬৮৯০, ০১৭৮১৯৩৯৪৩১, ০১৭০৬২৪৩৪৮০, ০১৭১১৯৪৭৯২৬, ০১৯১৪৩৩১১৪৪।