মাধবদীতে অজ্ঞাত নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৮ এএম, ২ ডিসেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০২:১৬ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
নরসিংদীর মাধবদীতে অজ্ঞাতনামা (৩০ ) এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১লা ডিসেম্বর) সকালে মাধবদীর নুরালাপুর ইউনিয়নের হাজি বাবুল মিয়ার টেক্সটাইলের পাশের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সোমবার রাতে কোনো একসময় অজ্ঞাত ওই নারীকে কে বা কারা হত্যা করে বস্তায় ভরে ওই রাস্তার পাশে ফেলে যায়। পরে সকালে স্থানীয়রা বস্তাবন্দি মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।
মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ভারী কোনো বস্তুর আঘাতে ওই নারীর মৃত্যু হয়েছে। লাশের পরিচয় নিশ্চিতের জন্য আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়েছে বলে ওসি জানান।