রংপুরে গার্মেন্টস শ্রমিকের মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৩ এএম, ১ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৮:৩০ পিএম, ১৪ অক্টোবর,সোমবার,২০২৪
ঢাকায় কর্মস্থলে যাওয়ার জন্য হাজার হাজার গার্মেন্টস শ্রমিক রংপুর নগরীর মর্ডান মোড় ঢাকা- রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। হঠাৎ গার্মেন্টস খুলে দেয়ার ঘোষণা দেয়ায় শনিবার সকাল থেকে মহাসড়ক অবরোধের করে কর্মস্থলে যাওয়ার দাবীতে তারা বিক্ষোভ করতে থাকে।
এসময় সড়কে সকল প্রকার পণ্য বহনকারী ট্রাকসহ সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘন্টা পরে পুলিশ সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে রংপুর ও আশে পাশের জেলা থেকে রবিবার গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজে যোগদানের জন্য ঢাকা যাবার উদ্দেশ্যে নগরীর মর্ডান মোড়ে গার্মেন্টস শ্রমিক রা সমবেত হতে থাকে। দুপুর ১২ টার মধ্যে হাজার হাজার শ্রমিক সমবেত হয়।
শ্রমিকরা ঢাকা যাওয়ার জন্য পরিবহণের ব্যবস্থা করার দাবিতে রংপুর-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। ফলে মহাসড়কের দু পাশে শত শত পণ্যবাহী ট্রাকসহ যানবাহন আটকা পড়ে। শ্রমিকদের দাবি সরকার ১৫ দিনের লক ডাউন দিয়ে সকল গার্মেন্টস ফ্যাক্টরী ও শিল্প কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়ে হঠাৎ শুক্রবার ঘোষণা দেয় রোববার থেকে গার্মেন্টস ফ্যাক্টরীসহ শিল্প কারখানা খোলা থাকবে। এ ঘোষণা দেওয়ার আগে শ্রমিকদের ঢাকায় যাওয়ার জন্য পরিবহণের ব্যবস্থা করা উচিৎ ছিল।
এখন চাকুরী বাচাঁতে তারা দিশেহারা হয়ে পরেছেন। তারা বলেছেন, কল Ñকারখানা ১৫ দিনের বন্ধ হওয়ায় রংপুর অঞ্চলের বিভিন্ন জেলার নিজ নিজ বাসায় এসেছেন। পরিবহন বন্ধ থাকায় ঢাকায় যাবেন কিভাবে । এ সময় চাকরি হারানোর ভয়ে অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। গার্মেন্টস শ্রমিক মমতাজ বেগম জানান তার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকায় ৫ আগস্ট গার্মেন্টস বন্ধ জেনে বাসাতেই ছিলেন।
শুক্রবার রাতে রোববার থেকে গার্মেন্টস ফ্যাক্টরী খোলা খবর শুনে রাতেই অটোতে রিকশায় ভ্যানে ভেঙ্গে ভেঙ্গে মর্ডান মোড়ে এসেছে। এখানে এসে দেখেন কোন যান বাহন নেই। নীলফামারী থেকে আসা গার্মেন্টস শ্রমিক আবেদুল হাফিজ জানালেন অনেক কষ্টে ভেঙ্গে একশ টাকার ভাড়া তিনশ টাকা খরচ করে ভেঙ্গে ভেঙ্গে রংপুরে এসেছেন এখন ঢাকা যাওয়ার জন্য। এখন ঢাকা যাবেন কিভাবে এ নিয়ে চিন্তিত। গার্মেন্টস শ্রমিক নেতা আহাম্মেদ আলী জানান রংপুর অঞ্চলের বিভিন্ন জেলার প্রায় ২৫ লাখ নারী ও পুরুষ শ্রমিক গার্মেন্টেস ফ্যাক্টরীতে কাজ করছেন। গামেন্টস খুলে দেয়ার আগে তারা কিভাবে ঢাকা যাবেন সেই ব্যবস্থা করা উচিত ছিল ।
মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম জানান, ১ আগস্ট গামের্ন্ট খুলে দেয়ার ঘোষণায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল।